Rating

No Rating
0 Reviews
Views
10590

SAIC Institute Of Management And Technology (SIMT)


Address
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, পূবালী ব্যাংক সংলগ্ন, মিরপুর, ঢাকা।
 
More Branches
Established: 2002
Opening Hour
Saturday 9:00 AM-5:00 PM
Sunday 9:00 AM-5:00 PM
Monday 9:00 AM-5:00 PM
Tuesday 9:00 AM-5:00 PM
Wednesday 9:00 AM-5:00 PM
Thursday 9:00 AM-5:00 PM
Friday Closed

Google Map Location
Range of services, features and facilities

Computer Diploma Civil Diploma Architecture Diploma Electrical Diploma Electronics Diploma Medical Diploma

Description

প্রযুক্তির যুগোপযোগী বিস্ত্মার ও ব্যবহারে লক্ষে দক্ষ জনশক্তি গড়ার মানসিকতা নিয়ে ২০০১ ইং সালের জুন মাসে কেবল মাত্র একটি Technology (Diploma in Computer Engineering) নিয়ে SAIC Institute of Management & Technology (SIMT) এর যাত্র শুরু। যাত্রা শুরুর প্রথম বছরেই SIMT অনুমোদিত আসন সংখ্যার সবকটিতে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়। ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে পর্যায়ক্রমে টেকনোলজি ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১৩-১৪শিক্ষাবর্ষে এসে বর্তমানে ১৩টি টেকনোলজি ও ১০০৮টি আসনে উন্নীত হয় এবং অনুমোদিত সকল আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে সক্ষম হয়।

বর্তমানে SAIC Institute of Management & Technology STEP প্রজেক্টের ইমপিস্নমেন্টেশন গ্রেন্টের অনত্মর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। SIMT মূলত SAIC Educational Society পরিচালিত প্রতিষ্ঠান। এই Society এর অন্যতম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া ও প্রতিষ্ঠাতা সেক্রেটারী সোহেলী ইয়াছমিন। ঢাকা সহ মোট ৬টি জেলায় আরও ৪টি পলিটেকনিক ও ৬টি ডিপেস্নামা মেডিকেল, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ৬টি IHT ও ৬টি MATS, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে B.Sc. in Health Technology, বগুড়ায় ৬০শয্যা বিশিষ্টি একটি হাসপাতাল ও ১টি ডায়াগনস্টিক ল্যাব এবং ঢাকায় একটি ডায়াগনস্টিক ল্যাব রয়েছে।

দক্ষ Diploma Engineer তৈরীর লক্ষ্যে SIMT-তে Diploma Engineering Technology চালু করা হয়। এই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি Technology তে Theory Class এর সাথে সাথে Practical Class গুলো সুচারুরুপে পরিচালনা করা হয়। Practical Class গুলো সঠিকভাবে পরিচালানার জন্য প্রয়োজনীয় সকল Laboratory তৈরী করার সাথে সাথে দক্ষ B.Sc . Engineer ডিগ্রি সম্পন্ন Teacher নিয়োগ করা হয়েছে। Diploma Engineering পাশ করার পর যাতে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে তাদের উপযুক্তভাবে প্র্স্তত করা SIMT এর আপ্রাণ প্রয়াস। এ কাজের জন্য SIMT Placement Cell রয়েছে। SIMT এর সম্পূর্ণ আলাদা একটি কর্মতৎপর বিভাগ Job Placement Cell এ সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে এবং পাশকৃত ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করছে। যুগোপযোগী দক্ষতায় দক্ষ করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের ট্যুর, গেস্ট লেকচার ও Industrial Training এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮ম পর্বের সমাপনী পরীক্ষা দেওয়ার পরে বিভিন্ন কোম্পানীতে On Job এর ব্যবস্থা করা হয়। সর্বোপরি Diploma Engineering Degree লাভ করার পর যাতে ছাত্র-ছাত্রী স্বনির্ভর হতে পারে যথাযথ ব্যবস্থা নিতে SIMT বদ্ধপরিকার।
SIMT এর ব্যতিক্রম বৈশিষ্ট্য

পাঠদানের আন্তর্জাতীক মানসম্পন্ন পরিবেশ তৈরী করা।
দক্ষ ডিপেস্নামা ইঞ্জিনিয়ার তৈরী করা।
১০০% শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

SIMT এর বিশেষ সুবিধাসমূহ

টেকনিক্যাল ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা এমন ভাবে পাঠদান করা হয় যে, কোন প্রকার গৃহশিক্ষকের প্রয়োজন হয় না।
ক্লাসে অনুপস্থিত, পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীর মান উন্নয়নের বিষয়টি সম্মানিত অভিভাবকবৃন্দকে অবহিত করা হয়।
সাইক Job Placement Cell – এর মাধ্যমে পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের চাকুরী প্রাপ্তি নিশ্চিত করে।
শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য গাইড শিক্ষকের ব্যবস্থা।
৬মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নামকরা প্রতিষ্ঠানসমূহে করানোর ব্যবস্থা।
প্রত্যেক সেমিস্টারে ১০০% ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা, যা থেকে ছাত্র/ছাত্রীরা Information Super Highway থেকে শিক্ষণীয় বিষয় আহরণ করতে পারবে।
প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে হাতে -কলমে প্রশিক্ষণের ব্যবস্থা।
ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের দক্ষতার জন্য ইন্ডাস্ট্রি থেকে গেস্ট লেকচারার আমন্ত্রণ করা।
মেধা বিকাশে অর্থনৈতিক অস্বচ্ছলতা কোন প্রতিবন্ধকতা নয়। তাই সকল ছাত্র-ছাত্রী SIMT তে পড়ার সুযোগ পাবে।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সর্বাধিক ব্যবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা।
SMS এর মাধ্যমে ছাত্র/ছাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের ব্যবস্থা।
হেল্‌থ কার্ডের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেডিকেল চেক আপ এর ব্যবস্থা।
C C ক্যামেরার মাধ্যমে ক্লাস ও ল্যাব মনিটরিং এর ব্যবস্থা ।

Campus
IMG_0071 e
Student Portal

Student Login

Notice

Form Fill-up Notice-2015

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২য় ও ৩য় পর্বের পর্ব সমাপনী পরীক্ষা-২০১৫ (ফলাফল)

Image Gellary
Leave a review: