Rating

No Rating
0 Reviews
Views
1423

Ministry of Textiles & Jute


Opening Hour
Saturday 9:00 AM-5:00 PM
Sunday 9:00 AM-5:00 PM
Monday 9:00 AM-5:00 PM
Tuesday 9:00 AM-5:00 PM
Wednesday 9:00 AM-5:00 PM
Thursday 9:00 AM-5:00 PM
Friday Closed

Google Map Location
Description

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাদের সুস্বাগতম। বস্ত্র ও পাটখাত বাংলাদেশের অর্থনীতি ও সমাজজীবনে বিপুল অবদান এবং প্রভাব রেখে চলেছে। বস্ত্র ও তৈরি পোষাক শিল্প দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস এবং সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত। পাটখাত আমাদের ঐতিহ্য। পাটখাতে মূল্য সংযোজনের সক্ষমতা বিবেচনায় এবং পরিবেশ রক্ষায় পাটের অবদান বিবেচনায় বিশ্বব্যাপী সৃষ্ট আগ্রহ এর প্রেক্ষিতে পাট ও পাটপণ্য আমাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ ও দিক নির্দেশনায় পাট খাত পুনরুজ্জীবিত হচ্ছে। বস্ত্র ও পাটখাতে নতুন উদ্ভাবন এবং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে জাতীয় আয় ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে বেসরকারিখাতে ব্যাপক বিনিয়োগ আকর্ষণে এ মন্ত্রণালয় সরকারি নীতি উৎসাহ ও সমর্থন প্রদানে সক্রিয় ভূমিকা রাখছে। এ ওয়েবসাইট মন্ত্রণালয়ের কাঠামো, নীতিমালা, বিধিমালা, প্রকল্প, কার্যক্রম, অনলাইন সার্ভিস, দপ্তর/সংস্থার পরিচিতিসহ তাদের কার্যক্রম, এ সকল দপ্তর/সংস্থার ওয়েবসাইটের লিংক, উদ্যোক্তা সহায়তা ইত্যাদি বিষয়াদি প্রকাশ করা হয়েছে এবং প্রতিনিয়ত এটি হালনাগাদ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এ ওয়েবসাইট জনগন এবং সুবিধাভোগীদের সাথে এ মন্ত্রণালয়ের সাথে সেতু বন্ধন সৃষ্টিসহ বস্ত্র ও পাটখাত সংশ্লিষ্ট সকল তথ্য জানার সুযোগকে অবারিত করবে। এছাড়াও জাতীয় প্রবৃদ্ধিসহ এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a review: