Rating

No Rating
0 Reviews
Views
2256

BDTECHI


Address
Dhaka,Bangladesh
Opening Hour
Saturday 9:00 AM-5:00 PM
Sunday 9:00 AM-5:00 PM
Monday 9:00 AM-5:00 PM
Tuesday 9:00 AM-5:00 PM
Wednesday 9:00 AM-5:00 PM
Thursday 9:00 AM-5:00 PM
Friday Closed

Google Map Location
Description

বিডি Techi এর বুকে স্বাগতম আপনাকে
সালাম মাগো তোমায়,তোমার বুকে আগলে রেখে পৌঁছে দিয়েছ আমাদের এক অপামর সম্ভাবনার শিখরে। আর এই সম্ভাবনাময় প্রযুক্তির সিঁড়িতে বাংলাকে আরও একধাপ এগিয়ে নিতে “ছড়িয়ে আছে প্রযুক্তির প্রতিটি কোনায়” স্লোগানে যাত্রা শুরু করে বিডি টেকি। বিশ্বের বড় বড় প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলুর কাতারে বাংলাকে পৌঁছে দেয়া এ আমাদের লক্ষ্য। প্রযুক্তির এই পথে শেষ পর্যন্ত আমরা থাকব এই বাংলার প্রতিটা মানুষের সাথে এই অঙ্গীকার এ অঙ্গিকারবদ্ধ আমি বিডি টেকি।
আমার ছোট মনে কিছু বড় ইচ্ছা–
ভিন্য ভাষা বাংলায় প্রবেশ করে বাংলাকে কেমন যেন হারিয়ে ফেলছে আজকের ছেলে মেয়েরা। বিশেষ করে হিন্দি কে উল্লেখ করতে পারি। ক্যাম্পাস এ ছেলে মেয়েদের মুখে বাংলার চেয়ে আজ বেশি হিন্দি ই শুনা যায়। এরকম করে বাংলা পিছিয়ে পরছে। আমরা বিডি টেকি ও আমাদের টিম এই বাংলা কে তুলে ধরতে চাই বিশ্বের দুয়ারে। বিশ্বের বড় বড় ব্লগ এর সারিতে দ্বার করাতে চাই এই বাংলা ও বাংলা ব্লগ কে। এতেই আমাদের সার্থকতা।
যখন ক্লাস থেকে বাড়ি ফিরি বাস এ তখন হতাথ ছোট একটি ছেলে জানালা দিয়ে এসে বলে ভাই একটা ফুল নিবেন? মাত্র ৫ টাকা। কিন্তু কেন জানি তার থেকে ফুল টি কিনিনি। কারন ওটাকে কিনে রাখার অথবা কাউকে দেয়ার মতো মানসিকতা আমার নেই। পড়ে ভাবলাম ছোট ছেলেটির কথা। জীবিকার জন্যে এই বয়স এ সে কতটা কষ্ট করছে। তাই আমার অনেক ইচ্ছা এরকম পথ শিশুদের জন্য কিছু করা। আমাদের প্রতিটি জেলায় টিউনার আছে। সব জেলাতেই আমরা পথ শিশুদের জন্যে কিছু করবো।
আপনি ও হন আমাদের টিম এর একজন সারথি। হয়ে যান Techy!! আমাদের বিডি টেকি এর প্রতিটা বন্ধুকে আমরা টেকি বলে সম্ভাষণ করি। আমরা সবার থেকে একটু ভিন্য কিন্তু আমরাই আছি সবার মাঝে। চলুন তাহলে Techy হয়ে সবাই একসাথে হাত এ হাত মিলিয়ে এগিয়ে যাই আমাদের লক্ষে।
টেক ও প্রযুক্তি নিয়ে আপনার প্রতিটা প্রশ্ন ও সমস্যার সঠিক দিক নির্দেশনা প্রধানের জন্যে আছে আমাদের সাহায্যের হাত। হ্যাঁ আপনার যেকোনো সাহায্যের জন্যে আসতে পারেন আমাদের সাহায্য বিভাগ এ।
আমরা বুঝি আপনার ব্যস্ততা। সে জন্য এ আছে আমাদের আর এস এস। এর মাধ্যমে টেক বিষয়ক প্রতিটা লিখার আপডেট পাবেন আপনি। এছাড়াও আপনি সরাসরি আপনার মেইল এ ও পেতে পারেন আমাদের টেকি বন্ধুদের সব পোস্ট।
আমাদের খুজে পাওয়া কোন বেপার ই না!! আপনার চারিদিকেই আছি আমরা বিডি টেকি এর টিম।
দেখুন আমাদের ফেসবুক এর পেইজ এ- www.fb.com/bdtechi
এছাড়াও আমাদের অফিসিয়াল এফ বি গ্রুপ এ-www.facebook.com/groups/bdtechi/
টুইটার এর টুইট ভালো লাগলে দেখুন আমাদের কে টুইটার এ- www.twitter.com/bdtechi

Leave a review: