Rating

No Rating
0 Reviews
Views
1573

Bangladesh Fisharies Development Corporation-BFDC


Address
24-25, Dilkusha Commercial Area,
Motijheel,
Bangladesh
Opening Hour
Saturday 9:00 AM-5:00 PM
Sunday 9:00 AM-5:00 PM
Monday 9:00 AM-5:00 PM
Tuesday 9:00 AM-5:00 PM
Wednesday 9:00 AM-5:00 PM
Thursday 9:00 AM-5:00 PM
Friday Closed

Google Map Location
Description

আধুনিক প্রযুক্তি ব্যবহারের দ্বারা মৎস্য চাষ, আহরণ, অবতরণ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণনের মাধ্যমে নিরাপদ ওস্বাস্থ্য-সম্মত মাছের পুষ্টিমান নিশ্চিত করা। এই vision বাস্তবায়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন দীর্ঘ অর্ধশতাব্দী ধরে কাজ করছে। যে রূপকল্প (vision) এর ভিত্তিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছিল তার বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে যাবার জন্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তাদের লব্দ জ্ঞান প্রচার এবং বিতরণ (disseminate) করছে। বর্তমানে Extention work পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, গবেষনা কাজ পরিচালনা করে মৎস্য গবেষনা ইনষ্টিটিউট, মাছ উৎপাদন, প্রক্রিয়াকরনে ও বিপণনে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। কিন্ত উৎপাদিত মাছ স্বাস্থ্যসম্মত স্বানে অবতরণের কাজটি যথাযথ না হওয়ায় এর গুনগতমান নষ্ট হয়ে পড়ে। তাই এ বিবেচনায় সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আধুনিক স্বাস্থ্যসম্মত (হ্যাসাপমান সম্পন্ন) মৎস্য অবতরণ কেন্দ্রের মাধ্যমে মৎস্যজীবী/ মৎস্য ব্যবসায়ীদের মাছের গুনগতমান অক্ষুন্ন রাখা, ন্যায্য মূল্য প্রাপ্তি ও বিপণনে সার্বিক সহায়তা প্রদানে অগ্রনী ভুমিকা পালন করে
উদ্দেশ্য
মৎস্য সম্পদ মত্স্য শিল্পের উন্নয়নের জন্য ব্যবস্থা করা; মৎস্য শিল্প স্বাপন করা; মৎস্য সম্পদ আহরণের জন্য উন্নততর মৎস্য আহরণ সুবিধাদি স্বাপন করা; আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বাজারজাতকরণের বেবস্থা করা; মৎস্য সম্পদ উন্নয়নের জরিপ ও গবেষণা কার্য পরিচালনা করা; মৎস্য ও মৎস্যজাত দ্রব্যাদি বাজারজাতকরণ/রপ্তানী সংন্ত প্রতিষ্ঠান/প্রকল্প স্থাপন; বর্ণিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের নিমিত্তে যে কোন প্রকার সম্পত্তি অর্জন, পরিচালনা ও ক্রয়-বিক্রয় করা; উলিখিত সকল বা যে কোন লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের নিমিত্তে যে কোন প্রকল্প গ্রহণ করা

Leave a review: