সুবাতাস বয়ে যাক, ঝরে যাক জরা, সম্পর্কের পাতায় জমে থাকা ধুলা উড়ে যাক
শুরু হোক আগামীর পথ চলা… শুভ নববর্ষ-১৪২৩
নতুন বছরকে বরন করে নিতে আমরা সবাই প্রস্তুত, আমাদের আ্নন্দ আরও একটু বাড়িয়ে দেয়ার লক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান করেছে অনুষ্ঠানের আয়োজন।
কোথায়, কখন...
বার্জার বাংলাদেশ আয়োজন করছে বৈশাখী আলপনা উৎসব। মানিক মিঞা এভিনিউতে
১৩ এপ্রিল রাত ১০:৩০ থেকে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত রাত ভর চলবে আলপনা আঁকা ও
কনসার্ট। এ উৎসবে আরো রয়েছে লেজার শো, থ্রিডি পেইন্টিং ও ফটোকনটেস্ট।
ফটোকনটেস্ট-এর বিজয়ী পাবেন দারুণ এক হেলিকপ্টার রাইড। চলে এসো সবাই এই বৈশাখে
বার্জারের সাথে এক অনন্য অভিজ্ঞতায় মেতে উঠতে!
রাত পেরিয়ে সকাল শুরুটা হোক ন গ র বাউল গুরুর সাথে...
সকাল ৮টা বনানী মাঠ উত্তাল করবে জেমস এরপর গুরুর গানের সাগরে ভাসবে রমনা,
জোয়ার থাকবে ডিএমপির একটি কনসার্টে, তারপর সোহরাওয়ার্দী উদ্যান,বিকালে টিএসসি মাতাবেন, ধানমণ্ডির শেখ জামাল মাঠে এই জোয়ার শেষ হবে।
পাওয়ার ভয়েস রক সঙ্গীত তারকা সজল দুপুরে থাকবেন মিরপুর সিটি ক্লাবে, বিকালে মিরপুর পুলিশ স্মৃতিস্কুল মাঠে।
বৈশাখের আনন্দ দ্বিগুণ করতে Mr. Mango নিয়ে এলো বৈশাখী কনসার্ট। পহেলা বৈশাখে দেরি না করে বন্ধুদের সাথে চলে আসো আবাহনী ক্লাব মাঠে ঠিক দুপুর ১২ঃ১০ মিনিটে।
RFL Furniture ক্লিক উত্সব
বৈশাখে ঘুরে বেড়ান আপনজনের সাথে আর ক্ল্যাসিক চেয়ার প্রোফাইল ক্লিক পয়েন্টে এসে প্রোফাইল পিকচার তুলে রাঙিয়ে নিন নিজেকে। সাথে জিতে নিন আকর্ষনীয় পুরষ্কার !
অংশগ্রহনের নিয়মাবলীঃ
- ছবিটি অবশ্যই RFL Classic Chair প্রোফাইল ক্লিক পয়েন্টে এসে তুলতে হবে।
- ছবির ক্যাপশনে অবশ্যই # ট্যাগের মাধ্যমে (#RFLCLASSICCHAIR) লিখুন এবং আপনার ফেসবুক পেইজে আপলোড করে RFL FURNITURE ফেসবুক পেইজে লাইক দিন।
- পোস্টটি অবশ্যই পাবলিক হতে হবে।
-বিচারকদের রায়ের মাধ্যমে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হবে।
-বিজয়ীদের RFL Furniture ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- আরএফএল প্রোফাই ক্লিক এর পয়েন্ট সমূহ : ১। কিশোরী মোহন গার্লস হাই স্কুল, নয়াসড়ক ,জিন্দাবাজার সিলেট; ২। উত্তরা ৬ নং সেক্টর, কল্যান সমিতি মাঠ, ঢাকা; ৩। ধানমন্ডি, রমনা, সংসদ ভবন এলাকা- ঢাকা; ৪। মুক্তিযোদ্ধা-পার্ক, বরিশাল; ৫। ডিসি হিল, চট্টগ্রাম; ৬। বগুড়া পৌরপার্ক, বগুড়া
১থেকে ৩ বৈশাখ মতিঝিল বয়েজ হাই স্কুলে ৩ দিনের ফুডমেলা।
বৈশাখের ২য় দিন
#পোলার আইসক্রীম নিয়ে এলো #বৈশাখী কনসার্ট।
আয়োজনে থাকছে - সোলস্, ফিডব্যাক, হাসান, মিলা।
চলে আসুন ১৫ এপ্রিল, ২০১৬ (শুক্রবার বিকালে)
স্থান - Fantasy Kingdom - আশুলিয়া, ঢাকা।
প্রবেশ মূল্য:
বড়দের - ৩৫০ টাকা
ছোটদের - ২৫০ টাকা (৪ ফুটের নিচে)
*পার্কের দর্শনার্থীদের জন্য কনসার্টটি ফ্রি।
http://www.bdquery.com/category/coffee-shop
Please read our traveling blog from website https://skitmarketing.com
https://skitmarketing.com